ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের পর রেকর্ড। গোল, শিরোপা, ব্যালন ডি’অর—সব জায়গাতেই তার নাম। তবে এবার পেলেন এমন এক স্বীকৃতি, যা তার নিজের দেশের পক্ষ থেকেই এলো। পর্তুগালের লিগা ফুটবল রোনালদোকে ঘোষণা করেছে ‘সর্বকালের সেরা’।পর্তুগালের ফুটবল লিগা বুধবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিল বিশেষ সম্মাননা—‘বেস্ট অব অল টাইম’ বা সর্বকালের সেরা পুরস্কার। ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মাতিয়ে রাখা রোনালদোর ক্যারিয়ারে এটি যোগ হলো আরেকটি উজ্জ্বল অধ্যায়।জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোলের মালিক রোনালদোকে নিয়ে লিগা পর্তুগাল লিখেছে, ‘কোটি ভক্তের অনুপ্রেরণা, এক যুগের সংজ্ঞা তিনি। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য আর মাঠের বাইরে প্রভাব—সব মিলিয়ে রোনালদো এমন এক উত্তরাধিকার গড়েছেন যা তাঁকে সর্বকালের সেরার আসনে বসিয়েছে।”পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।...