নাম প্রকাশ না করার শর্থে এক শ্রমিক বলেন, ‘আমরা তিন মাস ধরে বেতন পাচ্ছি না। সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। মালিকরা প্রতিবার বলছেন কাল দেবো, পরশু দেবো। কিন্তু দেয় না। বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।’ অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে কারখানার মালিক আবুল কালাম শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। তার আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। গত দুই দিন আগে আবুল কালামের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকরাও একই দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। এক সপ্তাহের মধ্যে একই মালিকের ভিন্ন...