ফ্রান্সজুড়ে ব্লকেড আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনায় ৬৭৫ জনকে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ। এর মধ্যে শুধু প্যারিস অঞ্চলে আটক হয়েছেন ২৮০ জন। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার ভোররাতের সংঘর্ষের পর গ্রেফতারদের মধ্যে ৫৪৯ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্যারিস পুলিশ প্রধান লরঁ নুনিয়েজ জানিয়েছেন, রাজধানীতে প্লাস দে ফেত (Place des Fetes) এলাকায় নতুন করে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আজ সকালে ২৮০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অনেককেই হেফাজতে রাখা হয়েছে। এখনো ১৬৪ জন পুলিশের কাস্টডিতে রয়েছে।’ নুনিয়েজ আন্দোলনটিকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেন। তিনি জানান, রাজধানীতে অন্তত ১০ বার রিং রোড অবরোধের চেষ্টা করা হলেও সব ব্যর্থ হয়। একইভাবে গার দ্য নর্দ রেলস্টেশন দখলের...