পর্তুগিজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘সর্বকালের সেরা’ (বেস্ট অব অলটাইম) পুরস্কারে ভূষিত করেছে লিগা পর্তুগাল। বুধবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা (২২৩ ম্যাচে ১৪১ গোল) রোনালদোর ক্যারিয়ারে এই খেতাব আরও একটি উজ্জ্বল অর্জন হিসেবে যুক্ত হলো। লিগা পর্তুগাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘লাখো মানুষের আদর্শ রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার প্রতিভা, কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতার মানসিকতা বিশ্ব ফুটবলে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা এবং প্রভাব- সব মিলিয়ে তিনি সর্বকালের সেরা।’ যদিও রোনালদো নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সৌদি প্রো লিগের আল নাসর তারকা বলেন, ‘এই সম্মাননা পাওয়া আমার জন্য ভীষণ গর্বের বিষয়। আমার সতীর্থ, কোচ ও যারা আমাকে ক্যারিয়ারে সমর্থন করেছেন- সবাইকে ধন্যবাদ...