গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফাতিমা তাসনিম জুমা। এদিকে গত ৮ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিমা তাসনিম জুমার ব্যক্তিগত ছবি দাবিতে দুটি ছবি প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হওয়া ফাতিমা তাসনিম জুমার নয়। বরং, ইন্টারনেট থেকে ভিন্ন দুই নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে জুমার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির (জুমার একক ছবি দাবিতে প্রচারিত ছবি) বিষয়ে অনুসন্ধানে ‘startupxplore’ নামের একটি ওয়েবসাইটে ‘Miss Puja’ নামের একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটির প্রোফাইল ছবি হিসেবে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়; যার সঙ্গে আলোচিত...