ছাত্রদলের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক। নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এ শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের কথা জানান গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা। গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “আমাদের এখানে ভোট গণণার জন্য যে মেশিনটি আনার কথা ছিল, এবং যে ব্যালট ছাপানো হয়েছে, সেটা প্রমাণ সহকারে নির্বাচন কমিশনের কাছে আসছে—সেটা জামায়াতে ইসলামীর কোনো এক নেতার কোম্পানি থেকে ছাপানো হয়েছে।” প্রমাণ পেয়ে নির্বাচন কমিশন মেশিনের মাধ্যমে ভোট গণণা থেকে সরে আসে জানিয়ে তিনি বলেন, “এতে প্রমাণিত হয়েছে যে কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন,...