গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মাঠপর্যায়ে এ পর্যন্ত ১৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে পরিচর্যা শেষে প্রাথমিক সার-কিটশান প্রয়োগে এই খেত এখন সবুজে পরিণত হয়েছে। এরই মধ্যে বেড়েছে ইঁদুরের উপদ্রব। এসব ইঁদুরের দাপটে নষ্ট হচ্ছে ধানখেত। ফলে কৃষকের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে- ইঁদুরের হানায় নষ্ট হওয়া ধানখেতের চিত্র। স্থানীয় কৃষকরা জানায়, সাদুল্লাপুর উপজেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভশীল। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পুরণে চেষ্টা করেন। এসবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান। এরই ধারাবাহিকতায় এ বছর খরাসহ নানা প্রতিকুলতা পেরিয়ে আমন ধানচাষ করা হয়েছে। অধিকাংশ কৃষক বাড়তি খরচে সেচ দিয়ে রোপণ করেছেন এই ধানচারা। এরই মধ্যে এই খেতগুলো গাঢ় সবুজে উপনিত...