মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানকে অনেকে চেনেন শুধু চা উৎপাদনের জন্য। কিন্তু এই বাগান বুকে লুকিয়ে রেখেছে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত যেখানে মৃত্যুর পরও মিলিত হয় তিন ধর্মের মানুষ। হিন্দু সম্প্রদায়ের শ্মশান, মুসলিমদের কবরস্থান এবং খ্রিস্টানদের সমাধিস্থল সবই পাশাপাশি, একসাথে। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এ বাগানে বর্তমানে প্রায় ১৮ হাজার মানুষ বসবাস করেন। তখনকার বাগানের মুরব্বিরা ভাবলেন, জীবনে যেমন একসাথে, মৃত্যুতেও যেন থেকে যায় সেই ঐক্যের বার্তা। তাই প্রায় পাঁচ একর জমি বরাদ্দ করা হয় তিন সম্প্রদায়ের শেষকৃত্যের জন্য। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে এখানে চলছে দাফন, দাহ ও সমাহিতির প্রক্রিয়া কোনো বিরোধ ছাড়াই, সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয়দের কথায় প্রতিফলিত হয় এই সম্প্রীতির চিত্র। পাত্রখলা সার্বজনীন মন্দিরের পুরোহিত রাজেশ প্রসাদ শর্মা বলেন, আমরা জীবনে যেমন পাশাপাশি আছি, মৃত্যুর পরও একসাথে থাকব...