কলারবোন ভেঙে যাওয়ায় শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতেই হল লুইস এনরিকের। গনমাধ্যমের খবর, পিএসজির কোচের অস্ত্রোপচার সফল হয়েছে। তবে এনরিকের সুস্থ হতে কতদিন লাগতে পারে কিংবা কবে তিনি কোচিংয়ে ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত। আগামী রোববার লঁসের বিপক্ষে লিগ আঁর ম্যাচে পিএসজির ডাগআউটে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। গত শুক্রবার বিবৃতি দিয়ে এনরিকের সাইকেল দুর্ঘটনায় কলারবোন ভেঙে যাওয়ার কথা জানায় পিএসজি। তখনই তারা নিশ্চিত করে, অস্ত্রোপচার করাতে হবে এই স্প্যানিয়ার্ডের। সাইকেলপ্রেমী হিসেবে পরিচিতি আছে এনরিকের। প্যারিসের পথে পথে প্রায়ই সাইকেলে ঘুরে বেড়াতে দেখা যায় ৫৫ বছর বয়সী কোচকে। স্পেন, রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার পরে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেন তিনি। ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ গত...