জুলাই আন্দোলনের সময় ঢাকার রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এবং দুজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী মঙ্গলবার আদেশ দেবে আদালত। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ দিন ধার্য করে। প্রসিকিউশন পক্ষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এ মামলায় অভিযোগ গঠনের আদেশ চান। আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এবং গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন বিবাদীদের অব্যাহতি প্রার্থনা করেন। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন আসামি রয়েছেন। বাকিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। আসামিদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার...