মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ইয়াবাসহ এক যুবক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব অভিযান পরিচালনা করে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার ভোররাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (২৬) এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইলও জব্দ করা হয়। পরে আটক যুবককে...