বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আইএমবিডি এজেন্সি লিমিটেড তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য প্রযুক্তি বিশেষজ্ঞ, করপোরেট ব্যক্তিত্ব, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা আইএমবিডি এজেন্সির দীর্ঘ এবং সফল যাত্রার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশ এবং দেশের বাইরে যেভাবে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য।আমন্ত্রিত অতিথিরা এজেন্সির ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি তাদের টিমকে আরও বড় করে ডিজিটাল মার্কেটিং খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামীম আহমেদ, তার বক্তব্যে এই দীর্ঘ যাত্রার নেপথ্যের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের এই দীর্ঘযাত্রায় প্রত্যেকটি স্টেকহোল্ডারদের অবদান অনস্বীকার্য। ক্লায়েন্ট, টিমের সদস্য এবং শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রম এবং সমর্থনের ফলেই আমরা আজকের...