দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির ব্যবস্থা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির জন্য ভোগান্তি ছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামনি পাড়া ও কারিগরপাড়ার বাসিন্দাদের নিত্যসঙ্গী। পাহাড়ি এ দুই গ্রামের মানুষকে প্রতিদিন ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো। এতে সময়, কষ্ট ও স্বাস্থ্যঝুঁকি ছিল অবশ্যম্ভাবী। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে সেই সংকট নিরসন হলো।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সোলার প্যানেলনির্ভর টেকসই সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ । এর ফলে রেজামনি পাড়া ও কারিগরপাড়ার প্রায় ১২০টি পরিবার এখন থেকে ঘরে বসেই পাচ্ছে বিশুদ্ধ পানির সুবিধা।গত ২৯ মার্চ সেনাপ্রধান খাগড়াছড়ি জোনের রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গেলে স্থানীয় জনপ্রতিনিধি ও কারবারিরা পানি সংকটের কথা তুলে ধরেন।...