হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মাসুক মিয়া ও মুফাচ্ছির মিয়া গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০-১২ দিন আগে মুফাচ্ছির মিয়া গোষ্ঠীর আলকাছ মিয়ার ছেলে রাবেল মিয়া (১২) একই এলাকার মাসুক মিয়া গোষ্ঠীর নবী মিয়ার ছেলে নাইমের (১৩) কাছে একটি খেলনার ব্যাটারি বিক্রি করে ৪০ টাকায়। কিন্তু, পাওনা ওই টাকা না পেয়ে নাইমের সঙ্গে ঝগড়া করে রাবেল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা সালিশের উদ্যোগ নিলেও বৃহস্পতিবার সকালে আবারও দুই...