নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু প্রত্যক্ষদর্শীদের বরাতে রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত চৌমুহনীতে ইলেকট্রিক কাজ শিখতেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সেখানে যাচ্ছিল তারা। সরুগো পোল এলাকায় পৌঁছালে চৌমুহনীগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইমন ও রিফাত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে...