ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করলেই জাতীয় নির্বাচনের বিষয়ে জনগণের মাঝে আস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে দলটির চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে এ মন্তব্য করেন তিনি।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর এ নেতা।ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে দাবি করে সমাবেশের সভাপতি নজরুল ইসলাম বলেন, যারা নির্বাচিত হয়েছেন তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদলগণতান্ত্রিক চর্চার ভিত্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই গড়ে তুলতে হবে জানিয়ে নগরীর ভারপ্রাপ্ত...