নেপাল থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি কুর্মিটোলার বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশনের (ফিফা) আন্তর্জাতিক বিরতিতে নেপালে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়। পরে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল করা হয়। দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। স্থানীয় হোটেলে আটকা ছিলেন তারা। বাংলাদেশ ও নেপাল ফুটবল দলের অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচি ও অগ্নিসংযোগ করা হয়। এমনকি নেপালের পলাতক নেতারা ওই হোটেলে অবস্থান করছেন ভেবে...