জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে আজই পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, আগামী শনিবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে এই সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে দুইজন প্রতিনিধি মনোনীত করে নাম পাঠাতে বলা হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। ড. আলী রীয়াজ বলেন, বাস্তবায়নের একটি প্রক্রিয়ায় ঐকমত্যে পৌঁছাতে পারব বলে আশা করছি। আজকে বাস্তবায়ন নিয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি। এজন্য আগামী রোববার আবারও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৮৪টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐক্যমত হয়েছে এবং দুই দফা খসড়া পাঠানো হয়েছে। আর চূড়ান্ত সনদের...