চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে কনফারেন্স আয়োজন করা হয়। ‘দি ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি এন্ড সাসটেইনেবেলিটি’ শিরোনামে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে আরও অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কামিটির আহবায়ক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো: আইয়ুব ইসলাম এবং সদস্য সচিব ও ব্যুরো অব বিজনেস রিসার্চের ডিরেক্টর অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন...