কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া, আঁধার ঘোনা ও মিজ্জির পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে র্যাবের নেতৃত্বে যৌথবাহিনী। অভিযানে ১০টি দৈশীয় তৈরি অস্ত্র ও কার্তুজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা অভিযানে সন্ত্রাসীদের ৫টি আস্তানার টং ঘর গুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। কামরুল হাসান জানান, অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মহেশখালীর গহীন পাহাড়ে আস্তানা গড়ে তুলে ডাকাতি খুনসহ বিভিন্ন অপরাধ...