বিশ্বের ১০০টিরও বেশি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা যুক্তরাষ্ট্রে বিদেশি সাংবাদিকদের থাকার মেয়াদ কমানোর পরিকল্পনা বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, পরিকল্পিত পরিবর্তন মার্কিন ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।এএফপি জানায়, ১১৭টি স্বাক্ষরকারী সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, ভিসার মেয়াদ কমানো ‘মার্কিন সংবাদ কাভারেজের পরিমাণ ও মান হ্রাস করবে’ এবং দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।এই আবেদন সমর্থন করেছে এএফপি, রয়টার্স, বিবিসি, এআরডি, এবিসি, গ্লোব অ্যান্ড মেইল, আইরিশ টাইমসসহ আন্তর্জাতিক ও জাতীয় সংবাদপত্র এবং প্রেস স্বাধীনতা সংস্থাগুলো।ট্রাম্প প্রশাসন পরিকল্পনা করেছিল, সাধারণ সাংবাদিকদের জন্য ভিসা ২৪০ দিন, চীনা মিডিয়ার কর্মীদের জন্য ৯০ দিন এবং শিক্ষার্থী ভিসা চার বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা। বর্তমান নিয়ম অনুসারে সাংবাদিকরা পাঁচ বছর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন।মেক্সিকো /গ্যাসবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, বহু হতাহতসংবাদ সংস্থাগুলো বলেছে, দীর্ঘ মেয়াদি ভিসা...