পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মিটিং করতে দেখা গেছে।আরো পড়ুন:গকসুর ভিপি প্রার্থীদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগরাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল গকসুর ভিপি প্রার্থীদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে এ মিটিং হয়। নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় শিবিরের একাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। মিটিংয়ে উপস্থিত ছিলেন পাবনা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রহমান জয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিবির নেতা এই মিটিংয়ের ছবি এবং ভিডিও শেয়ার করলে বিষয়টি...