বৈষম্য দূর করা ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে আন্দোলনরত পল্লীবিদ্যুৎ কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কর্মীরা শিগগির কাজে যোগ না দিলে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী গণছুটি আন্দোলনের মধ্যে নির্বাচনবিরোধী শক্তি থাকার বিষয়টি প্রমাণিত হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের কাছে হাজার হাজার লোক আসতেছে আর বলতেছে, যারা গণছুটিতে গেছেন তাদের কাজগুলো তারা করতে চান। ফাওজুল কবির খান বলেন, ‘আমরা তাদের (আন্দোলনকারী) সবগুলো দাবি দেখতে রাজি আছি, কিন্তু ছুটিতে থেকে কাজের ব্যাঘাত করলে...