ময়মনসিংহে বেড়েছে মাছ ও সবজির দাম। বাজারে সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায় ক্ষুব্ধ নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে শহরের ঐতিহ্যবাহী মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, বাজারে সবধরনের সবজি ও মাছের প্রচুর সরবরাহ রয়েছে। তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে ক্রেতারা এক বিক্রেতা থেকে আরেক বিক্রেতার কাছে ছুটছেন। তবে দাম কমাতে নারাজ বিক্রেতারা। সিন্ডিকেট করার কারণে ন্যায্য দামে বিক্রি হচ্ছে না। বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে চিচিঙ্গা ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অথচ এখন কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল, টমেটো, চায়না গাজর, দেশি গাজর, ঝিঙে ও কাঁচামরিচের দাম বেড়েছে ১০ টাকা। বর্তমানে পটোল ৫০ টাকা, চায়না গাজর ১৩০ টাকা, দেশি গাজর ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা কেজিতে...