ঢাকা:বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উৎকোচ লেনদেন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত ভিডিও ফুটেজের বিষয়ে তদন্তপূর্বক অর্থ লেনদেনের সঙ্গে...