পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে; একজনকে নামিয়ে দেওয়া হয়েছে নিচের পদে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ওই তিন কর্মকর্তা হলেন, মো. ফজলে হক, মোসা. শাহনাজ আখতার ও খোরশেদা ইয়াছরিবা। গ্রিন সিটি প্রকল্প পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের আবাসন প্রকল্প। ওই প্রকল্পে ভবনের আসবাবপত্র কেনা এবং সেগুলো ভবনে ওঠানোর জন্য অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠে। ওই ঘটনা সংবাদমাধ্যমে এলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং সেটি বালিশকাণ্ড হিসেবে পরিচিতি পায়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় রূপপুর গ্রিন সিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে ওঠানোর কাজে ‘অস্বাভাবিক’ ব্যয় হয়েছে। মন্ত্রণালয় বলছে, এ...