১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম "শিক্ষকদের মধ্যে কখনো কখনো মতবিরোধ বা সংগঠনগত বিভাজন থাকতে পারে। তবে তাদের মূল পরিচয় একটাই তারা জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার ব্রত নিয়ে পথ চলেন। ব্যক্তিগত মেধা, দক্ষতা, প্রজ্ঞা দিয়ে তারা শিক্ষার্থীদের গড়ে তোলেন মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার এই নিরলস প্রয়াসই প্রমাণ করে, কেন শিক্ষককে জাতি গড়ার কারিগর বলা হয়" বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিক্ষাবিদ মোহাম্মদ আসলাম চৌধুরী, এফসিএ। তিনি বলেন, শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করা সম্ভব। কারণ, শিক্ষকের হাত ধরেই একজন শিশু মানুষ হয়ে ওঠে, গড়ে ওঠে আগামী দিনের নেতৃত্ব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি...