১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। কেএমপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানা গেছে, প্রশাসনিক কারণে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুত তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানানো হয়েছে। রদবদলকৃত কর্মকর্তাদের মধ্যে সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম খুলনা সদর থানায়, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামান খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি কবির হোসেন...