বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আন্দোলন করছেন জেলাবাসী বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির সদস্য সচিব শেখ মো. ইউনুস। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও করে অবস্থান করা হবে। এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন হরতাল পালন করা হবে। তবে, রাতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস বলেছেন, “আমাদের পূর্বঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন যদি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্যই...