নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া। নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)। রিফাতের বড় ভাই রাকিব বলেন, ইমন ও রিফাত একসাথে বেগমগঞ্জের চৌমুহনীতে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছে। বৃহস্পতিবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে কাজ শেখার জন্য চৌমুহনী যাচ্ছিল। “পথে সরুগো পোল এলাকায় চৌমুহনীগ্রামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইমন ও রিফাত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।” স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। পরে রিফাতকে...