সরকারি অর্থ লোপাটের এমন অভিনবপন্থা দেশের প্রশাসনে বিরল—এমন মন্তব্য করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান (সামি)। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি দাবি করেছেন, কৃষি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার যোগসাজশে ‘দরপত্রের নিয়মনীতি উপেক্ষা করে’ লাখ লাখ ডলারের সার আমদানি কার্যাদেশ দেওয়া হয়েছে, যা এক প্রকার আয়োজন করে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের সামিল। সামির দাবি অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় বেসরকারি খাতের মাধ্যমে ডিএপি ও টিএসপি সার আমদানির জন্য যেসব কার্যাদেশ দিয়েছে, সেগুলোর একাধিক ক্ষেত্রে একই ধরনের পণ্য, একই সময়, একই উৎস দেশ থেকেও বিভিন্ন দামে অর্ডার দেওয়া হয়েছে। অথচ সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী, দরপত্রের প্রাপ্ত দরের মধ্যে সর্বনিম্ন দরের ভিত্তিতে কার্যাদেশ প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। সামির ফেসবুক পোস্ট অনুযায়ী, বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে দুটি ওয়ার্ক অর্ডারে মোট ৮০...