১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কৃষি ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফ্ফর হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান। স্বাগত বক্তব্য দেন অনুষদের সাবেক অধিকর্তা প্রফেসর জালাল উদ্দিন সরদার। এছাড়া ভেটেরিনারি ছাত্র সমিতির সহ-সভাপতি সালমান ফারসীও বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “এই ভেটেরিনারি টিচিং হাসপাতাল শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেবে। পাশাপাশি গবেষণার মাধ্যমে পশু-প্রাণি চিকিৎসা ও পালন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল শুধু...