১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব হাফেজ মাওলানা হারিছুল হক এবং নেজামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা আশরাফ আলী মাদানি আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আলিয়া মাদরাসার নিয়ন্ত্রণ ও উন্নয়নে একটি অনন্য প্রতিষ্ঠান। এটি দেশের আলেম-উলামা ও মাদরাসাপ্রেমী জনতার ভরসাস্থল। তবে বিগত সময়ের সরকার এটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করে দিয়েছিল। ৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম বিশ্ববিদ্যালয়টি দুর্নীতিমুক্ত হয়ে মাদরাসার ব্যাপক উন্নয়ন সাধিত হবে, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি জামায়াতে ইসলামী কর্তৃক অক্টোপাসের মতো ঘিরে ধরা হয়েছে, তারা বলেন। বিবৃতিতে বলা হয়, বর্তমান ভিসিকে জামায়াতে ইসলামী সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি তার অধীনস্থ পদে ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় জামায়াতে...