১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ, প্রশাসনিক অব্যবস্থাপনা দূরীকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ মুক্তকরণ ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চৌমুহনীতে স্থানীয় সামাজিক সংগঠন কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। ডা. এস.কে. নাহিদের সভাপতিত্বে এবং তারেকুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা রাসেল হাসান বক্ত, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজসেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “৩১ শয্যার যন্ত্রপাতি দিয়ে বর্তমানে ৫০ শয্যার হাসপাতাল চালানো হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী সংকটে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।...