জুলাই জাতীয় সনদ চারটি উপায়ে বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন; এর মধ্যে দুটি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলো মতামত এসেছে। জামায়াতে ইসলামীর তরফে নতুন একটি প্রস্তাব দেওয়ার কথা বলেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগলোর সঙ্গে বৈঠক শুরু হওয়ার পর প্রস্তাব তুলে ধরে ঐকমত্য কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা কাগজে ছয়টি প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত চারটি প্রস্তাব রাখা হয়েছে। >> রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন। >> নির্বাচনের মধ্যে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ। >> ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাস্তবায়ন। >> সংসদকে সংবিধান সংস্কার সভা রূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা। >> সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে, অন্তর্বর্তী...