১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌরসভা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, গফরগাঁও মিনি স্টেডিয়াম সংলগ্ন বটতলা এলাকা এবং গফরগাঁও রেলস্টেশন রোডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী এবং থানার একটি দল অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, অনেক বছর ধরে শহরের বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। গফরগাঁও শহরের ব্যস্ততম সড়ক জামতলা মোড় ও স্টেশন...