আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়া রোধে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসপি। তিনি বলেন, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা চলাকালীন সময় এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। এ বছর ফরিদগঞ্জ উপজেলায় মোট ২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদের তালিকা থানায় জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে...