পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি ||রাইজিংবিডি.কম পটুয়াখালীর কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলজিইডি ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের তিনটি অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের লক্ষ্যে দোতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায় ভবনটির নির্মাণ কাজ পায় মেসার্স গাজী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে শেষ হয়েছে ভবনের ৭০ শতাংশ নির্মাণ কাজ। তবে, ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরুর পরপরই নিম্নমানের রড ও শিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলে এলাকাবাসী। বৃহস্পতিবার এলাকাবাসীর বিক্ষোভের মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এলজিইডি। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহসীন উদ্দিন বলেন, ‘‘প্রায় দুই বছর...