পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আমাদের দেশে এর ব্যবহার নিষিদ্ধ। কিন্তু এখনো বাজারে গেলে দেখা যায় প্রায় সব বিক্রেতাই পলিথিন ব্যাগে ভরে পণ্য বিক্রি করেন। সস্তা এবং সহজে পাওয়া যায় বলে বিক্রেতারা তো বটেই, গৃহস্থালির কাজেও অনেকে পলিথিন ব্যবহার করেন। অথচ আমরা বুঝতেই পারি না যে এই অভ্যাসে আমরা পরিবেশের কত বড় ক্ষতি করছি। পলিথিন সহজে পচে না। এটি মাটিতে জমে মাটির উর্বরতা কমিয়ে দেয়, ফলে কৃষি উৎপাদন কমে যায়। নদীতে ফেললে নদীর পানি দূষিত হয়। জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। ড্রেন বা নালায় জমে পলিথিন পানি নিষ্কাশন ব্যাহত করে। সৃষ্টি হয় জলাবদ্ধতা আর এতে মানুষের ভোগান্তি বাড়ে। আবার পলিথিন পোড়ালে বিষাক্ত ধোঁয়া তৈরি হয় যা বায়ুদূষণ ঘটায় এবং মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। মাটি, পানি ও...