চট্টগ্রামের কর্ণফুলীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ও দুপুর ১টায় দুই পর্বে কর্ণফুলী উপজেলা পরিষদের হলরুমে এই সভা আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসিন ও ডা. মোস্তফা। সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা কেয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। সভায় ডা. জেবুন্নেসা কেয়া বলেন, আগামী ১২ অক্টোবর থেকে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই সময়ের মধ্যে মোট ১৮ দিন টিকা দেওয়া হবে—প্রথম ১০ দিন বিদ্যালয়ে এবং পরবর্তী ৮ দিন ইপিআই কেন্দ্রগুলোতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী প্রাথমিক...