দীর্ঘদিন কাঠ কেটে জীবিকা নির্বাহ করেছেন ইনতাজ আলী ব্যাপারী। কিন্তু বয়স ও নানা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে আর আগের মতো কাজ করতে পারেন না। এলাকার ছয়জনের কাছে তার প্রায় ২৫ হাজার টাকা পাওনা রয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও পাঁচ বছরেও তারা টাকা ফেরত দেননি। এ অবস্থায় ইনতাজ আলী দেনাদারদের নাম ও পাওনার পরিমাণ লিখে বাজারে ঝুলিয়ে দিয়েছেন একটি ডিজিটাল ব্যানার। পাওনা টাকা উদ্ধারে অভিনব পন্থা অবলম্বন করায় ব্যানারের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ষাটোর্ধ্ব ইনতাজ আলী ব্যাপারী ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর গ্রামের মৃত জুম্মন খানের ছেলে। টঙ্গীরচর মোড় বাজারে ব্যানারটি সাঁটানো হয়েছে। ব্যানারে ছয়জন দেনাদার এবং তাদের কাছে পাওনা অর্থের পরিমাণ উল্লেখ রয়েছে। তারা হলেন দিলু ব্যাপারী, পাওনা ছয় হাজার টাকা; হুমায়ুন ব্যাপারী, পাওনা দুই হাজার ৬০০ টাকা;...