নেপালে বিক্ষোভের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে প্রায় ২০০ জনকে পুনরায় গ্রেফতার করেছে নেপালি সেনাবাহিনী। তবে এখনো পলাতক রয়েছে হাজার হাজার। নেপাল পুলিশের বরাতে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশৃঙ্খলার সুযোগে প্রায় ১৩ হাজার ৫০০ কয়েদি বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় চরম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। নেপালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাজবিরাজ শহরের একটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৯২ জন কয়েদিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। অপরদিকে, রাজধানী কাঠমান্ডুর পূর্বাঞ্চলে অবস্থিত রামেচাপ জেলার একটি কারাগারে কয়েদিদের সঙ্গে সংঘর্ষের সময় সেনাবাহিনী গুলি চালায়। এতে ১২ জন আহত ও ২ জন নিহত হয় বলে জানানো হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানায়, সীমান্ত পেরিয়ে বিহার, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের দিকে পালানোর চেষ্টা করা বেশ কয়েকজন কয়েদিকে আটক...