সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক দুটি ঘটনায় এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এবং গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার থানার ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দলেরগাঁও গ্রামের বাসিন্দা মো. আবু বক্কর এর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্ত্রী জুবেদা খাতুন (৬০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। অপরদিকে একইদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামে শেওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন একই গ্রামের রজব আলীর ছেলে। জানা যায়, কামাল উদ্দিন গত ১ মাস ৫ দিন আগে ৪০ দিনের চিল্লার উদ্দেশ্যে বাড়ি থেকে...