১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম যুক্তরাষ্ট্রের মদতে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। মাত্র ৭২ ঘণ্টা মধ্যে তারা ছয়টি দেশে হামলা চালিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক আইন অমান্য করে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরাইল। তাদের দাবি সেখানে হামাস নেতৃবৃন্দের বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ওই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। যার মধ্যে হামাসের রাজনৈতিক শাখার উচ্চপদস্থ নেতা খালিদ আল হাইয়া অন্তর্ভুক্ত। মূলত তার কার্যালয় লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। এতে হাইয়ার সঙ্গে তার তিনজন দেহরক্ষী এবং কাতারের এক সেক্রেটারি নিহত হয়েছেন। তবে অন্যান্য কয়েকজন উচ্চপদস্থ নেতা প্রাণে বেঁচে যান। সেসময় ইসরাইলের হামলা শুধু কাতারেই সীমাব্ধ ছিলোনা। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আরও অন্তত পাঁচটি দেশে হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিন, লেবানন,...