‘ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে।’আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম পরবর্তী সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা।ফয়জুল করীম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে।’জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল বলেন, ‘আমরা...