টানা তিনদিন কাঠমান্ডুতে হোটেলবন্দি থাকার পর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। নেপালের সার্বিক পরিস্থিতিতে ফুটবলারদের মানসিক ধকল গেছে। কয়েকটি দিন তারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কাটিয়েছেন। ফুটবলারদের ট্রমা কাটাতে বিশেষ মেন্টাল কোচিং করানো হবে বলে ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে ফুটবল দলকে স্বাগত জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দিয়েছেন তিনি। ‘এমন একটা পরিস্থিতির পর ফুটবলারদের যাদের যাদের প্রয়োজন হয় তাদের জন্য মেন্টাল কোচিং বা সাইকোলজিক্যাল সাপোর্ট দেবো। যাদের প্রয়োজন হবে না তারপরও তাদের অবস্থাও আমরা দেখবো। এমন ট্রমার সময় ফিজিক্যাল ইনজুরিও হতে পারে, যেটা বোঝা যায় না। সে বিষয়টিও আমরা দেখবো’- বলেছেন তাবিথ আউয়াল। বাফুফে সভাপতি বলেছেন, ‘নেপালে যখন ফুটবলাররা ছিলেন আমরা তখন জানতাম না সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন...