আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় ফারুক এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে, বিভিন্ন অধিদপ্তরে, জেলা ও উপজেলায় ঘাপটি মেরে বসে আছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে জনগণকে সন্দেহমুক্ত করতে হলে এসব লোকদের তালিকা প্রকাশ করে নির্বাচনের আগেই অপসারণ করতে হবে। আশা করি, ’৯১ সালের মতো একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন আপনি উপহার দেবেন।দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে তিনি প্রশ্ন তুলে বলেন, সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হতে যাচ্ছে? আমরা সরাসরি কিছু বলছি না, কিন্তু...