নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চালু না হওয়া পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজে সহশিক্ষা চালু না করাসহ চার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের অনার্স-মাস্টার্সসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা বলেন, কলেজের অবকাঠামো নারী শিক্ষার্থীদের উপযোগী করে নির্মিত। এখানে ছেলেমেয়ে একসঙ্গে অধ্যয়ন শুরু হলে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, খেলার মাঠ, পরিবহন, জিমনেশিয়ামসহ সব সুবিধা ভাগাভাগি করতে হবে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা।শিক্ষার্থীরা আরও বলেন, অনার্সে অতিরিক্ত হারে সিট কমানোর কথা শুনেছি। এতে বাংলাদেশের নারীশিক্ষার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।এবার জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক পর্ষদেরতাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে সরকারকে সঠিক সমাধানে প্রতি আহ্বান জানিয়েছেন তারা।শিক্ষার্থীদের উত্থাপিত ৪ দফা দাবি হলো—১। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণক্ষমতা ও সুযোগ...