নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেলেও ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে উল্টো ছায়া দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। বাজারে অংশ নেয়া ৪০১টি কোম্পানির মধ্যে ২৮২টির দর বাড়লেও ৫৪টির দর কমে যায়। আশার আলোয় ভরা এমন দিনেও দরপতনের শীর্ষ ১০টির মধ্যে ৯টিই ছিল জেড ক্যাটাগরির শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনা অনুযায়ী, দরপতনের শীর্ষ তালিকায় ছিল— পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পেনিনসুলা, মেঘনা কনডেন্স মিল্ক ও কেয়া কসমেটিকস। এর মধ্যে পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং ক্রেতার অভাবে ‘হল্টেড’ অবস্থায় পড়ে যায়। সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে পিপলস লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা...