শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ পদত্যাগ করেছেন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় চত্বরে থাকা প্রধান শিক্ষকের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বেলা ৩টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন বলে, “পরিচয়পত্র দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায় করা হয়। বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী থাকলেও প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য প্রতি মাসে পাঁচ টাকা করে নেওয়া...